জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁয়ে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী পালিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি (বুধবার) রাত ৮ ঘাটিকায় জেলার টিএফসি চাইনিজ রেস্টুরেন্টে পাঠকপ্রিয় পত্রিকাটির রজতজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, কেক কাটা, বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
দৈনিক মানবজমিন পত্রিকার ঠাকুরগাঁও স্টাফ রির্পোটার রেজাউল করিম প্রধানের তত্তাবধানে উক্ত অনুষ্ঠানে সুশীল সমাজের ব্যাক্তির্বগ, পুলিশ প্রশাসন,ডিএসবি,এনএসই, বিভিন্ন দলের রজিনৈতিক ব্যাক্তিগণ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ৭১ টেলিভিশনের সিনিয়র রির্পোটার এ্যাডভোকেট আবু তোরাব মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।
এছাড়াও বিশিষ্ঠ শিল্পপতি আবুল হোসেন, প্রভাষক দেলওয়ার হোসেন,চ্যানেল আই ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রির্পোটার শামুজ্জোহা বাবলু , ঠাকুরগাঁও গনমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও সময় টিভি স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, সহ সভাপতি সিনিয়র সাংবাদিক হাসিনুর রহমান, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, সিনিয়র সাংবাদিক ইব্রাহীম, রেদওয়ানুল সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক মানবজমিন ভিন্ন ধাঁচের ভিন্ন আঙ্গিকে ভিন্ন মাত্রার ভিন্ন কিছু সমাজের আনাচে কানাচে লুকিয়ে থাকা সন্ত্রাস,নৈরাজ্যকর, হতাশা, ব্যার্থতা, সফলতা, উন্নমূলক প্রতিবেদন, রাজনীতি, আর্ন্তজাতিক, তৃণমুলের খবর প্রকাশ করে পাঠকের মণ জয় করে পাঠক হৃদয়ে সমাদৃত হয়েছে। তা ছাড়াও পত্রিকা জগতে সম্পাদক কুলের শীরোমণি মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর হাত ধরে আনেক সাংবাদিক উঠে এসে অনেকেই দেশের প্রথম শ্রেণীর বিভিন্ন পত্রিকার সম্পাদক হয়েছে। মানবজমিন যখন প্রথম যাত্রা তখন প্রথম সংখ্যায় নিউজের একটা হেডলাইন ছিল “হাসিনার চালে হতবাক খালেদা” পত্রিকাটি নিয়ে সারাদেশে হৈচৈ হৈহুল্লোর পড়ে গেছিল সেইযে চমকপ্রদ হেডলাইনের আজোও অব্যাহত রেখেছে সেজন্য সম্পাদক সাহেবকে ধন্যবাদ জানাই। সর্বপোরি পত্রিকাটির উত্তরোত্তর মঙ্গল ও প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা হয়। এর পর ঠাকুরগাঁয়ে দায়িত্বরত স্টাফ রির্পোটার রেজাউল প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক স্বাধীনমত পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম মোক্তাদেরুজ্জামান রাসেল।