ঠাকুরগাঁওয়ে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন–এমপি দবিরুল ইসলাম

নূর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ৩ টি কাঁচা রাস্তা ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার ( ১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় আমগাঁও বাজার মোড়ে৷ হরিপুর উপজেলা এলজিইডি স্থানীয় প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে৷ হরিপুর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ঠাকুরগাঁও ২ আসনের জাতীয় সংসদ সদস্য দবিরুল ইসলাম। উপজেলা আমগাঁও ইউনিয়নের আমগাঁও জিয়াপুকুর সড়ক, বহরমপুর -বুড়াবিল ভায়া ভার্তুলমোড় সড়ক এবং পীরহাট-চরভিটা এন/ এইচ মোতালেব সড়ক পাকাকরণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ৷

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজাহারুল ইসলাম সুজন,হরিপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প,উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভিন সুমি,হরিপুর উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম,হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম আলমগীর,ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য আনিসুজ্জামান শান্ত,জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন রিপা,বকুয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের রেজা,আমগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উমাকান্ত ভৌমিক,সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,হরিপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সুব্রত ভৌমিক মিলন প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *