নারায়ণগঞ্জে পার্লার কর্মী ধর্ষণের মামলায় গ্রেফতার একজন।

সংবাদ দাতাঃ মোঃ শহিদুল ইসলাম বাবু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিউটি পার্লারে কর্মরত এক নারী (৩৫) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক ফরহাদ ওরফে সোহান খান (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৪ (ফেব্রুয়ারি) ২০২৩ ইং মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে ফরহাদ ওরফে সোহান খানকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ইয়াউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ফরহাদ ওরফে সোহান খান (৩০) নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকার মোঃ আমজাদ হোসেনের ছেলে।

মামলা সুত্রে জানা যায় অভিযুক্ত ফরহাদ ও ভুক্তভোগী নারী একে অপরের পূর্ব পরিচিত। গত ১৯ জানুয়ারি ২০২৩ ইং ভুক্তভোগী নারীকে বাসায় একা পেয়ে দরজা বন্ধ করে নারীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে আসে।

এ ঘটনার বিষয়ে উক্ত নারী লজ্জার ভয়ে কাউকে কিছু বলেনি। পরিবারের সদস্যরা একপর্যায়ে ভুক্তভোগী নারীর মানসিক অবস্থা দেখে বিষয়টি জান্তে পেড়ে পরিবারের সদস্যরা আলাপ-আলোচনা করে গত ১৪ (ফেব্রুয়ারী) সিদ্ধিরগঞ্জ থানায় এসে এ বিষয়ে মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিয়ে জানান, ভুক্তভোগী নারী অভিযোগ করার পরেই ভোররাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ ইয়াউর রহমানের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশের সহযোগিতায় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতার কৃত আসামিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *