পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “বিজনেস ক্লাব” ‘র উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম “ক্যারিয়ার টক এ্যাট ক্যাম্পাস” অনুষ্ঠিত।
বৃহস্পতিবার(১৬ই ফেব্রুয়ারী) দুপুর ২ টায় পবিপ্রবির অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর আবুল বাশার খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর বদিউজ্জামান, চেয়ারপারসন ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। এছাড়াও অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ক্যারিয়ার গঠন, সেক্টর ভিত্তিক চাকরির সুযোগ সুবিধা, উচ্চতর ডিগ্রি লাভ,শিক্ষা গ্রহণের জন্য বিদেশ গমনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।এসময় তাঁরা শিক্ষার্থীদের ভালো একটা ক্যারিয়ার গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে আহবান জানান।