ময়মনসিংহে পিতা হত্যাকারী সেই পুত্রকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশঃ

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ সদর পরানগঞ্জের আব্দুল্লাহপুরে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে ছেলের হাতে পিতা খুন। (১৬ ফেব্রুয়ারী )ফুলপুর থেকে গ্রেফতার করেছে পিতা হত্যাকারী সেই পুত্র মতিনকে  অনুমান ২.০০ ঘটিকার সময়।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, দ্রুত সময়ের মধ্যে পিতা হত্যাকারী সেই পুত্র মতিনকে ফুলপুর থেকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গোপন সংবাদে চৌকস অফিসার ইনচার্জ শাহ কামাল আকান্দ এর নেতৃত্বে এস.আই (নিঃ) আনোয়ার, এএস আই সুজন সাহা, কনস্টেবল জোবায়েদ সহ অভিযান পরিচালনা করে তথ‍্য প্রযুক্তি সহায়তায় উক্ত আসামী  মতিনকে ফুলপুর থেকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি ২০২৩) তারিখ রাত্রে পিতা হত্যাকারী সেই পুত্র মতিনকে ফুলপুর এলাকায় থেকে জনৈক মতিনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। ছেলের হাতে পিতা খুন (১৪ ফেব্রুয়ারী ) পরানগঞ্জের আব্দুল্লাহপুরে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে মতিন তার জন্মদাতা  পিতাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

জানা গেছে, খুনি ছেলে আঃ মতিন (৩৫) জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরেই তাঁর পিতা জয়নুদ্দিন (৭৫), কে বাড়ির নিকটে ধান ক্ষেতে পানি দেওয়ার সময় মাথায় কোপ দিয়ে হত্যা করে৷

ভিকটিম ইতিপূর্বে তার দুই পুত্রকে ৩ কাটা করে জমি লিখে দিলে বিবাদীর অংশে দাগ নাম্বার ভুল হওয়া কে কেন্দ্র করে বিরোধের সুত্রপাত। আসামী মতিন ভিকটিমের ১ম স্ত্রীর সন্তান এবং শাকিব ২য় স্ত্রীর সন্তান। আসামী মতিন পেশায় মটর সাইকেল ভাড়া চালক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *