মোঃ নূরুল ইসলাম, দৌলতপুর, মানিকগঞ্জ, প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আগামী ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্প্রসারিত হল রুমে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস,ভাইস চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন আবুল,থানা ওসি তদন্ত রনজিৎ কুমার,মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার,বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,কলিয়া ইউপি চেয়ারম্যান এ কে এম সিদ্দিকুর রহমান,প্রেসক্লাবের সভাপতি মো:শাহ আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ প্রমুখ ।
সভায় সিদ্ধান্ত রাত ১২.১মিনিটে শহীদ মিনারে ফুল দেওয়া,ভোরে সূর্য উদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা,র্যালী,বিভিন্ন প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা,দুপুরে হাসপাতালে রোগীদের উন্নত মানের খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসুচি হাতে নেয় উপজেলা প্রশাসন।