সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি:(নড়াইল)
লোহাগড়া উপজেলার সকল অংশীজনের সাথে উন্নয়ন সম্ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা পরিষদের অডিটরিয়ামে নির্বাহী অফিসার মো: আজগার আলীর সভপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের বিদায়ী জেলা প্রসাশক মো: হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ: হান্নান রুনু শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, খান শাহিন সাজ্জাদ পলাশ, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, ইতনা ইউপি চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলার আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক শেখ শিহানুক রহমান, কাশিপুর ইউপি চেয়ারম্যান মো: মতিয়ার রহমান প্রমুখ।