জিহাদ খান জয় মনপুরা (ভোলা)
উপকূলের ব্লুহোয়েল ক্ষতে ফেয়ারী শিপিং লাইন্স লিমিটেড কোম্পানি তাসরিফ । গত ১৬ তাং নোটিশ ছাড়াই তাসরিফ সিরিজের সব লঞ্চের রুট পারমিট স্থগিতের করেছেন বিআইডব্লিউটিএ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়। দ্রুত গতিতে চলচলের অভিযোগে দক্ষিণাঞ্চলগামী তাসরিফ সিরিজের সব লঞ্চের রুট পারমিট স্থগিত করেছে।
আরেক অভিযোগ বলা হয় তাসরিফ লঞ্চ বরিশালগামী এম ভি সুন্দরবন ১৬ কে বেপরোয়া ভাবে ধাক্কা দেয় কিন্তু এই আভিযোগ সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষই অস্বীকার করেছে বলেও দাবি করে তাসরিফ লঞ্চ কর্তৃপক্ষ।
তাসরিফ লঞ্চ কর্তৃপক্ষের দাবি, কয়েক মাস আগে ফারহান নেভিগেশনের একটি লঞ্চ ফারহান ৫ বেপরোয়া গতিতে ভোলার তজুমদ্দিন এলাকায় তাসরিফ-২ কে ধাক্কা দেয় এতে লঞ্চটির বড় অংশের ক্ষতি হয়। সে সময় ২০ থেকে ৩০ জন যাত্রী গুরুতর আহত হন। বিআইডব্লিউটিএ এর নিকট এ নিয়ে লিখিত অভিযোগ দিয়েও কোনও প্রতিকার পাওয়া যায়নি। উল্ট আমাদের পারমিট বাতিল করেছে।
উপকূলবাসীর একটাই দাবি আবারো ফিরে আসুক তাসরিফ তার আগের কর্মস্থল। ঢাকা চরফ্যাশন ঢাকা হাতিয়া রুটে । গত কয়েদিনে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে উপকুলবাসী তাসরিফ লঞ্চ রুট বাতিলের বিষয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
তাসরিফ লঞ্চ এর অবর্তমানে বরিশালের লঞ্চ কোম্পানি তাসরিফ কোম্পানি রুট গুলো দখলে চেষ্টা করছে বলে দাবি করছেন নেটিজনরা ।