মোঃ মনজিরুল ইসলাম নীলফামারী
নীলফামারীতে খরিপ মৌসুমে পাট বীজ ও উফশী ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩শে মার্চ সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে সার ও বীজ তুলে দেন সাবেক মন্ত্রী ও নীলফামারী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক সরকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, মহিলা ভাইস্ চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম প্রমূখ।