বিলপৌলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ নূরুল ইসলাম, দৌলতপুর, মানিকগঞ্জ, প্রতিনিধি:

মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের ৬৭নং আবেদ আলী বিলপৌলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৩শে মার্চ উক্ত বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোঃ রাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ। তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, ছাত্র-ছাত্রীদের হাতে স্মার্টফোন না দিয়ে, তাদের স্মার্ট করে গড়ে তুলুন, কেননা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তিনি আরো বলেন, আজকাল ছাত্রছাত্রীরা, বন্ধু বান্ধবের কথা বলে নানান নেশায় জড়িয়ে পরছে। আপনারা খেয়াল রাখবেন আপনাদের ছেলে মেয়েরা কোথায় কি করে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেনঃ মোঃ রাসেল মিয়া,সদস্য ধামশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ।

এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মোঃ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মোঃ মুজিবুর রহমান, বিলপৌলী গ্রামের সন্তান মোঃ রফিকুল ইসলাম সোনা মিয়া, অফিস সহকারি কাকনা উচ্চ বিদ্যালয়,মোঃ আলম মিয়া, মোঃ আসাদুজ্জামান সবুজ, মোঃ নৈমুদ্দিন মাতাব্বর,মোঃ লিয়াকত, মোঃ মাহি আলম (জিসান), সাধারণ সম্পাদক পদপ্রার্থী, ধামশ্বর ইউনিয়ন ছাত্রলীগ সহ কয়েক শতাধিক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *