পিরোজপুর জেলা প্রতিনিধঃ মো আছিফ মল্লিক।
সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করার লক্ষ্যে সম্প্রতি বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের পিরোজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। মো.ফিরোজ হোসেন সভাপতি ও মো.আফতাব কাজী সাধারণ সম্পাদক করে ৮৭সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত জেলা কমিটির অনুমোদন দেন বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো মনির উজ্জামান চৌধুরী (সোহাগ)ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা আল প্রিন্স।
বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ পিরোজপুর জেলা কমিটির অন্য সদস্যরা হলেন, কার্যকারী সভাপতি মো আবু হানিফ,সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ সহসভাপতি মো মনির হোসেন হাওলাদার ও বাদল হাওলাদার , যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব কাজী সাংগঠনিক সম্পাদক মো.বাহাদুল হাওলাদার সহ সাংগঠনিক সম্পাদক মো সৈয়দ আল-আমিন লিটন মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ ছাবিনা বোগম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো সোহাগ আকন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নুর হোসেন সহ প্রচার প্রকাশনা সম্পাদক মো ছাব্বির হোশেন হাওলাদার মুক্তিযোদ্ধা সম্পাদক মো পলাশ খান, শিক্ষা সম্পাদক মো গেলাম মোস্তাফা, শ্রম সম্পাদক মো মনির হোওলাদার, দপ্তর সম্পাদক মো.আমির হোসেন।
এ ছাড়া মো.নাঈম ইসলাম মনি হাওলাদার, মো শাহিন হাওলাদার,মো এনামুল করিম সুজন,গোলাম মোশ্তাফা,মো রফিকুল ইসলাম,মো রবিউল খান,মো নজরুল ইসলাম,মো ফারিক হোশেন হাওলাদার (৮)জনকে সদস্য করা হয়েছে।