মারা গেল টয়লেটে জন্ম নেয়া শিশু আব্দুল্লাহ

তপন দাস
নীলফামারী প্রতিনিধি

পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলো নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে জন্ম নেওয়া শিশুটি। শ্বাসকষ্ট জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো শিশুটি। এদিকেসন্তান রেখে পালানোর দুইদিন অতিবাহিতহলেও খোজ মেলেনি সেই কিশোরী মায়ের আজ সোমবার বিকালে জানাজা শেষে জলঢাকার কেন্দ্রীয় কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হয় মাতৃহীন এই শিশুটির এর আগে ভোর৫ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।বিষয়টি নিশ্চিত করেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু হাসান মো. রেজাওনুল কবীর। এবং তিনি বলেন গতকাল রোববার শ্বাসকষ্ট জনিত রোগে শিশুটির অবস্থার আবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রমেক হাসপাতালে পাঠানো হয়েছিলো।

কিন্তু আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।এবং বিকালে দাফন সম্পন্ন করা হয়েছে । তবে তার পরিচয় আমরা এখনো পাইনি। তাই শিশুটির নাম আব্দুল্লাহ রেখে জলঢাকা কেন্দ্রীয় কবর স্হানে দাফন সম্পূর্ণ করা হয় এবং শিশুটির কিশোরী সেই মাকেও খুজে পাওয়া যায়নি।শনিবার(২৫মার্চ) দুপুর ১২ টার দিকে প্রসব ব্যাথা নিয়েএক কিশোরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন ঔ কিশোরী মা ।এরপরেই মেডিকেলের টয়লেটে প্রবেশ করেন তিনি। টয়লেটে কিছুক্ষণ থাকার পর সেখান থেকে বের হয়ে কাউকে কিছু না জানিয়ে চলে যায় ঐ কিশোরী।পরে টয়লেটে ওই নবজাতক শিশুটিকে দেখতে পান মেডিকেলে ভর্তি থাকা অন্য রোগীরা। তখন টয়লেট থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটি শ্বাসকষ্টেভোগায় উন্নত চিকিৎসার জন্য রংপুরমেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাহয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *