ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরীর অভিযোগে চার যুবক আটক

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে পর্ণগ্রাফি তৈরীর অভিযোগে বিপুল পরিমান সরঞ্জাম, ল্যাপটপসহ চার যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (০২ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের হাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছে থাকা ব্যবহৃত ২৯টি ল্যাপটপসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন,ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঝাড়গাঁও গ্রামের আবুল কামালের ছেলে ওমর ফারুক (২২), রুহিয়া থানার ঘনিবিষ্ণুপুর এলাকার জব্বারের ছেলে আরিফুল ইসলাম (২৫), রুহিয়া থানার সেনিহারী বদিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০) এবং নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মোবারকপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে তৌহিদ রেজা (২২)।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে শহরের হাজীপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি তৈরি করতো। বিভিন্ন সাইড থেকে নায়িকা ও সুন্দরী মেয়েদের ছবি ডাউনলোড করে নগ্ন ছবি তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতো। এছাড়াও দেশের বাইরে যারা রয়েছে তাদের হোয়াটসঅ্যাপ ইমো টুইটার এর মাধ্যমে ছবি আদান-প্রদান করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে। ডলার আদায় করতো। এমন অভিযোগের ভিত্তিতে আজ রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত ২৯টি ল্যাপটপ সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এ বিষয়ে জানান, আটককৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *