মানিকগঞ্জে চোরাই মিশুক উদ্ধার;আটক ২

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরি হয়ে যাওয়া একটি মিশুক গাড়ি উদ্ধারসহ এ ঘটনার সাথে জড়িত চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ।
রবিবার (২ এপ্রিল) দুপুরে সিংগাইর উপজেলার ধল্ল্যা ইউনিয়নের দক্ষিন ধল্ল্যা গ্রামের আসিয়াল কোম্পানীর গেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সিংগাইর উপজেলার চর সিংগাইর গ্রামের মোঃ হেলালের ছেলে জাহিদ(২৩) ও একই গ্রামের হবি মিয়ার ছেলে সাব্বির (২২)।
জানা যায়, গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর উপজেলার ধল্ল্যা গ্রামের জব্বার মিয়ার ছেলে আব্দুল মজিদের বাড়ীর সামনে খালি জায়গা থেকে তার মিশুক গাড়ীটি চোরচক্র চুরি করে। পরবর্তী বেলা আনুমানিক ১২টার দিকে আব্দুল মজিদের ভাগ্নে উসমান গনি তাকে জানায় যে, তার মিশুক গাড়ীটি অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি চুরি করে ফোর্ডনগর এলাকার দিকে নিয়ে যাচ্ছে। আব্দুল মজিদ বিষয়টি শোনার পর তার গাড়িটি খুঁজতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে সিংগাইর উপজেলার দক্ষিন ধল্ল্যা গ্রামের আসিয়াল কোম্পানীর গেটের সামনে তার মিশুক গাড়ীটি দেখতে পেয়ে তিনি তার মোটরসাইকেলের সাহায্যে মিশুক গাড়ীটির সামনে ব্যারিকেড দেয়। এসময় চোরচক্রের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় জনতার সহায়তায় চোরচক্রের দুই সদস্যকে আটক করে জব্বার মিয়া। পরে স্থানীয় ধল্ল্যা পুলিশ ফাড়ীতে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুই চোর সদস্যকে হেফাজতে নেয় এবং চোরাইকৃত ৯০ হাজার টাকা মূল্যের মিশুক গাড়ীটি উদ্ধার করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে দুই চোর সদস্যকে আটক করে থানায় আনা হয়েছিলো। সোমবার সকালে আটককৃত দুই চোর সদস্যকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *