সড়ক দূর্ঘটনায় অবলা প্রাণীর মৃত্যু হ্রাসে বিদ্যানন্দ

মুন্না ইসলাম, উপজেলা প্রতিনিধি, রাজশাহী.

প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনা ঘটছে । মানুষ আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসা সেবা প্রদান করা হলেও অবলা প্রানীদের পরিনতি হয় মৃত্যু। আর এই সমস্যা থেকে অবলা প্রাণীদের বাঁচাতে এক অভিনব কায়দা বের করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ।
তারা দেশের বিভিন্ন প্রান্তে অবহেলিত এই প্রাণীদের ধরে তাদের গলায় রিফ্লেক্টিভ কাপড়ের তৈরী বিশেষ এক ধরনের বেল্ট পরিয়ে দিচ্ছে।এতে করে রাত্রিবেলায় রাস্তায় চলা-চল করা গাড়ির হেডলাইটের আলোয় কুকুর বা অন্যান্য প্রাণীর গলায় থাকা বেল্ট জ্বলে উঠবে।

আর এই জ্বলে ওঠা বেল্টের আলো দেখে ড্রাইভার সতর্কতার সাথে ঝুকিমুক্ত ভাবে গাড়ি চালাতে পারবেন ।এতে আনেকটাই হ্রাস পাবে সড়ক দূর্ঘটনায় অবলা প্রাণীর মৃত্যু ।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবক জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন বাংলাদেশের অসহায় মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে সেবা প্রদান করে যাচ্ছে । যা ইতমধ্যে সারা দেশব্যাপী জনপ্রিয়তা পেয়েছে । বিদ্যানন্দ ফাউন্ডেশন অসহায় মানুষদের সল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য বিতরণ করাসহ বিভিন্ন সহযোগীতা করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার কুকুরসহ সড়ক বা রাস্তা দিয়ে রাত্রে চলা-চলরত বিভিন্ন অবলা প্রাণীর গলায় রিফ্লেক্টিভ কাপড়ের তৈরী বিশেষ এক ধরনের বেল্ট পরিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষার চেষ্টা করছে বিদ্যনন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *