নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মাধব পুর হতে ৪ জুয়ারু আটক ।

বিশেষ প্রতিনিধিঃ এম মাসুদ রানা

নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা মাধবপুর খোলা পুকুর এলাকা থেকে জুয়া খেলার সময় ৪ জুয়ারুকে গ্রেফতার করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম
তিনি বলেন।

নলডাঙ্গা থানার টিম অভিযান কালে ইং ০৩/০৪/২০২৩ তারিখ বেলা ১৪.১৫ ঘটিকায় নলডাঙ্গা থানাধীন মাধবপুর গ্রামের খোলাপুকুর নামক স্থানে মোহাম্মদ, পিতা- মৃত তমিজ উদ্দিন এর জমিতে হিজল গাছের নিচে হতে ০৪ টি মোবাইল ফোন, ০৪টি সীমকার্ড, একটি খয়েরী রংয়ের DON তাসের প্যাকেটে রক্ষিত ৫২ (বায়ান্ন) টি তাস, একটি সবুজ রংয়ের DON তাসের প্যাকেটে রক্ষিত ৫২ (বায়ান্ন) টি তাস, খোলা তাস ১১ (এগার) টি, একটি নীল+গোলাপী রংয়ের প্লাষ্টিকের মাদুর, জুয়া খেলার নগদ মোট ৫,৩৯৯/-(পাঁচ হাজার তিনশত নিরানব্বই) টাকা সহ আসামী ১। মোঃ তৈয়বুর রহমান (৩৪), পিতা-মৃত বয়েন উদ্দিন প্রাং, গ্রাম-মাধবপুর (প্রামানিকপাড়া), ২। মোঃ মাহাবুর রহমান (৩৪), পিতা-মোঃ শুকুর প্রামানিক,গ্রাম-নলডাঙ্গা (সরদারপাড়া) , উভয় থানা- নলডাঙ্গা, জেলা-নাটোর, ৩। মোঃ আহম্মদ সাখিদার (৩৭), পিতা-মৃত ময়েন উদ্দিন সাখিদার , গ্রাম-আকনা বাঁশবাড়িয়া, থানা-রাণীনগর, ৪। মোঃ রহিদুল (৪৫), পিতা-মৃত আক্কাস প্রামানিক, গ্রাম-সাহেবগঞ্জ, থানা- আত্রাই, উভয় জেলা –নওগাঁ’গনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী’গনের বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-০২, তাং-০৩-০৪-২০২৩ খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের জুয়া আইন এর ৩/৪ রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *