লোহাগড়ায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্টিত ।

সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি ( নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলার মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে , আসন্ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা কমিটির প্রার্থী নির্ধারনের লক্ষে ইউনিয়ন কমান্ডারসহ উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধাদের নিয়ে গত মঙ্গলবার লোহাগড়া প্রেসক্লাব এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা এসএএম সালেকীন বাচ্চার সভাপতিত্বে ও সৈয়দ সামছুল আলম কচির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,লুৎফর রহমান,মোল্যা এমডি আসাদুজ্জামান,হেমায়েত হোসেন, কাজী আকবর হোসেন, জালাল আহমেদ,সুলতান আহমেদ, শেখ নওশের আলী প্রমুখ। সভায় জেলা কমান্ডার পদে বীরমুক্তিযোদ্ধা এমএম গোলাম কবির হোসেন এবং উপজেলা কমান্ডার পদে বীরমুক্তিযোদ্ধা আঃ হামিদকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *