চন্দনাইশ উপজেলা প্রতিনিধি
০৪/০৪/২০২৩ ইং তারিখে বিকাল ০৪ ঘটিকার সময় দোহাজারী পৌরসভা আর কে সপিং সেন্টারের ২য় তলায় দই পক্ষের সাথে তুমুল মারামারির ঘটনা ঘটে, চন্দনাইশ থানার অভিযোগের পেক্কিতে জানা যায় জনৈক রোজিনা আকতার পিতা মৃত নুর মোহাম্মদ মাতা গুলবাহার সাং লাহার পাড়া ২নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা, জেলা কক্সবাজার বর্তমান ঠিকানা খাগরিয়া, নুরু মার্কেট ছৈয়দ নুরের বাড়ি, থানা সাতকানিয়া, জেলা চট্টগ্রাম, অভিযোগে উল্লেখিত মর্মে জানা যায়

জনৈক রোজিনা আকতারের সাথে ৬ মাস পুর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এক পর্যায়ে বিভিন্ন স্হানে নিয়ে গিয়ে স্বাররিক সম্পর্ক গড়ে বলে জানান রোজিনা আকতার, দোহাজারী জামিরজুরী এলেকার জনৈক আবদু শুক্কুরের সন্তান আইয়ুব মিয়াজী ০৪/০৪/২০২৩ ইং তারিখে দোহাজারী পৌরসভা স্টেশন রোড এলাকা আর কে সপিং সেন্টারের ২য় তলায় আইয়ুব মিয়াজীর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বিয়ের দাবীতে এলে এক পর্যায়ে অর্তকিত তর্কাতর্কি অবস্থায় হাতাহাতি এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে

মারামারিতে রোজিনা আকতারের সোরগোল করলে আইয়ুব মিয়াজী ২য় তলা থেকে পালিয়ে যেতে লাপ দিলে আহত হয়, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আনোয়ার হোসেনের নিকট মুঠোফোন জানতে চাইলে দুই পক্ষে দুইটি অভিযোগ দায়ের করেছেন উক্ত ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্তা গ্রহণ করা হবে।