জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে তিন জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাদিহাট মালিবস্তি গ্রামের ইমানদুহের ছেলে মোঃ হামিদুর (৩২), বলঞ্চা গ্রামের মজিবর রহমানের ছেলে মোঃ দুলাল (৩২) এবং বালিয়াডাঙ্গী উপজেলার দুয়োশুয়ো ইউনিয়নের গান্দিকাড়ি এলাকার ডফরের ছেলে মোঃ আলমগীর (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে জুয়ার আসর হতে তিন জুয়ারিকে আটক করা হয়। এঘটনায় আরো ৪/৫ জন অজ্ঞাতনামা আসামী পলাতক রয়েছেন বলে জানান পুলিশ।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান,এ সংক্রান্তে রানিশংকৈল থানায় মামলা রুজু করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।