মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জে ২০(বিশ) গ্রাম হেরোইন ও ২০০(দুইশ’ত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ। উদ্ধারকৃত হেরোইন ও্ ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা ।
মঙ্গলবার (৪ঠা এপ্রিল ) বিকেলে অভিযান পরিচালনা করে সদর উপজেলাধীন বাড়াই ভিকরা এলাকা হতে সোলাইমান আলী (৩৫)কে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। এ সময় তার সাথে থাকা ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত সোলায়মান আলী উপজেলার পূর্ব মিতরা গ্রামের জিন্নত আলীর ছেলে।
একই তারিখ রাত ১০টায় ডিবি পুলিশের আরেকটি অভিযানিক মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখন্ড এলাকা হতে রসমত আলীর ছেলে আলমগীর হোসেনকে ২০(বিশ) গ্রাম হেরোইনসহ আটক করে।
এছাড়াও অদ্য ৫এপ্রিল (বুধবার) ভোর রাত অনুমান ১টা ১০মিনিটে মানিকগঞ্জ সিংগাইর উপজেলার ধল্ল্যা লক্ষীপুর এলাকা হতে ঐ গ্রামের আল ইসলাম ও মাসুদ রানা নামের দুই জনকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ । এসময় তাদের সাথে থাকা ১৫০(একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক ০৩টি মামলা হয়েছে।