মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইরে “ডা. কেরামত আলী হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে” নবজাতক শিশুর পা পোড়ানোর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৩রা এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ‘ডা. কেরামত আলী হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের’ কর্মরত নার্স- শিরিন আক্তার, আয়া- দিপালী রানী দাস ও ক্যাশিয়ার- জাহিদ খান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান জানান, গত ১৮ই মার্চ রাত আড়াইটার দিকে ‘ডা. কেরামত আলী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে’ সিংগাইরের নাজিরপুর এলাকার শুকুর আলীর স্ত্রী তাজ নাহারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নবজাতক শিশুটি কান্না না করায় তাকে সনাতন পদ্ধতিতে হিট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় অতিরিক্ত হিটে নবজাতকের দুই পা পুড়ে যায়। এ ঘটনায় নবজাতক শিশুর বাবা শুকুর আলী চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। মামলার প্রধান আসামি ডা. মাহমুদা পারভীন সাকিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।