মানিকগঞ্জে নারীসহ আট মাদক কারবারি আটক

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

মানিকগঞ্জে পৃথক অভিযানে দুই নারীসহ আট মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসময় তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।

রবিবার(২রা এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও সিংগাইর উপজেলা থেকে তাদের আটক করে ডিবি পুলিশের একাধিক অভিযানিক দল।


সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম।
আটককৃতরা হলো-মানিকগঞ্জ সদর উপজেলার ছোট কাটিগ্রাম এলাকার মোঃ মহর আলীর ছেলে মোঃ জুয়েল রানা (৩০) , মোঃ ঠান্ডু মিয়ার মেয়ে স্মৃতি আক্তার ওরফে রিয়া আফরিন (৩০) ,একই উপজেলার বনগ্রাম (গঙ্গাধরপট্টি) এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে নাবিল আহম্মেদ (২৭), দেড়গ্রাম এলাকার মৃত আঃ রশিদের মেয়ে মোছাঃ তাজনীন আক্তার চাঁদনী (২৫) , টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার তারোটিয়া কমলাই এলাকার আতাউর রহমানের ছেলে হাসিবুল ওরফে হাসান (২৪) , সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি (মাঝিপাড়া) এলাকার মৃত আঃ রশিদের ছেলে মোঃ আঃ আলিম (২৩) ,একই উপজেলার হরগজ নয়াবাজার এলাকার মৃত কবির মোল্লার ছেলে মোঃ সোহেল (২২) এবং সিংগাইর উপজেলার দক্ষিণ জামসা এলাকার মোঃ নুর ইসলামের ছেলে মহিনুর ওরফে মহি (৩৫)।
এঘটনায় আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মমলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *