মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে লিটন মিয়া নামের এক ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ ।এসময় তার সাথে থাকা ১ লক্ষ টাকা মূল্যের ১০ গ্রাম হোরোইন উদ্ধার করা হয়।
সোমবার (৩রা এপ্রিল) বিকেলে বিনোদপুর এলাকার বাঁশ বাগানে অবস্থিত জনৈক মজিদ মিয়ার পরিত্যাক্ত ভিটায় এ অভিযান পরিচালনা করা হয় ।আটককৃত লিটন একই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
একই তারিখ রাত ১০ টায় মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে সাইদুর রহমান রনি নামক এক মাদক কারবারীকে ১০০ পিচ ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ।
আটককৃত সাইদুর রহমান রনি উপজেলার বাঘিয়া এলাকায় এলাকার লতিফ মিয়ার ছেলে ।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক ০২টি মামলা হয়েছে।