সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার হলরুমে লোহাগড়া উপজেলার কৃষি অফিসের তত্বাবধানে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল বুধবার সকালে লোহাগড়া উপজেলার ১২০ টি সিআইজির সভাপতি ও সম্পাদকদের নিয়ে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলার কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক দীপক কুমার রায়, জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার মোঃ আব্দুল্লা আল মামুন প্রমুখ। বক্তারা বলেন সিআইজিকে গতিশীল করে গড়তে হবে। কারন বাংলাদেশ কৃষি ভিত্তিক দেশ,এদেশের অধিকাংশ মানুষ কৃষি নির্ভরশীল। আমরা তথা বাংলাদেশ কৃষি অধিদপ্তর আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবো।