সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাসান শেখকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাতে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের রুস্তম শেখের ছেলে।
গতকাল বুধবার সকালে আসামী হাসান শেখকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদ ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের অভিযান পরিকল্পনায় এস আই বাচ্চুর নেতৃত্বে লোহাগড়া পুলিশের একটি অভিযানিক দল মঙ্গলবার রাতে কুচিয়াবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৩৫০০ টাকা জব্দ করা হয়।
আসামী হাসান শেখ মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী সে দীর্ঘদিন পলাতক ছিল। লোহাগড়া থানায় তার নামে একাধিক মামলাও রয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে।