সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি ( নড়াইল)
নড়াইলের লোহাগড়ায় তাহফিজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপি এ উপজেলার ২০টি মাদ্রাসার প্রায় ৮০ জন ছাত্র এ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলায় এই প্রথম বিভিন্ন মাদ্রাসার কুরান হেবজ বিভাগের হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহনে কোরান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে ৫পারা,১০পারা,২০পারা ও ৩০ পারা মোট ৪টি ক্যাটাগরিতে প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। প্রত্যেক গ্রুপের প্রতিযোগিতের মধ্যে প্রথম পাঁচজনের মধ্যে নগদ টাকা,ক্রেষ্ট ও সনদপত্র বিতরন করা হয়েছে। লোহাগড়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিদের মধ্যে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নিব্র্াহী কর্মকর্তা মোঃ আজগার আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুন্সি আলাউদ্দিন,পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, বীরমুক্তিযোদ্ধা আঃ হামিদ,ডাঃ মুয়াজ হোসেন, প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন প্রমুখ।