শেরপুরে শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়া শেরপুরে ছয় বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (০৬মার্চ) ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত মমতাজ আলীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়নের চাটাইল গ্রামের দেলবর আলীর ছেলে।মামলা সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় চাটাইল কিন্ডার গার্ডেন কেজি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। স্কুল বন্ধ থাকায় বুধবার (০৫মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির পাশে খেলা করছিল। এসময় প্রতিবেশি মমতাজ আলী শিশুটিকে বিস্কুট ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের সিরাজুল ইসলামের বসতবাড়িতে নিয়ে যায়। ওই বাড়িটিতে কোনো লোকজন না থাকায় শিশুটিকে বলাৎকার করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দৌড়ে পালিয়ে যায় বৃদ্ধ মমতাজ আলী। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি থানায় মামলা দায়ের করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) লাল মিয়া বলেন, ‘এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে মামলায় অভিযুক্ত মমতাজ আলীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরের পর বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *