খুলনার চিহ্নিত মহিলা মাদক ব্যবসায়ী পারভিন আক্তার ৩ কেজি গাজা ও ৫২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক!!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

নগরীর খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে থেকে আজ বিকাল
৪ টার দিকে এলাকার চিহ্নিত মাদক কারবারি পারভিন আক্তার (৩৫) কে ৩ কেজি গাঁজা ও ৫২ বোতল ফেনসিডিল সহ আটক করেছে খুলনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ” সার্কেল এর পরিদর্শক মোঃ আতাউর রহমান।
পরে আটকৃত পারভিন আক্তারকে জিজ্ঞাসাবাদেরপর খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে খুলনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আতাউর রহমান দেশ চ্যানেলকে জানিয়েছেন বর্তমানে খুলনায় মাদক কারবারিদের দৌরাত্ব বেড়েছে তার মধ্যে নগরীর দৌলতপুর খালিশপুর এলাকাটিকে আমরা মাদকের রেট জোন হিসেবে চিহ্নিত করেছি।
তার কারণ বর্তমানে নগরীর বিভিন্ন মাদক পয়েন্টে মাদক বিক্রি হলেও সেসব পয়েন্ট এলাকা গুলোতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন আঙ্গিকে অভিযান অব্যাহত রেখে অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সাম্প্রতিক সময় খালিশপুর দৌলতপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে একটি সংঘবদ্ধ মাদক কারবারী চক্র প্রশাসনের নজর ফাঁকি দিয়ে ওই এলাকার বস্তির ঘুপঘাপচির মধ্যো মাদকদ্রব্য রেখে হর হামেশা বিভিন্ন কৌশলে যুব সমাজের মাঝে মাদক বিক্রি করছে বলে আমাদের কাছে তথ্য এসেছে।


তারই সূত্র ধরে প্রায় গত একমাস যাবত এলাকাটিতে আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস দল বিভিন্ন কৌশলে অভিযান চালিয়ে যাচ্ছে ওই এলাকার মাদক কারবারীদের বিরুদ্ধে।
তিনি আরো বলেন এক মাসের ব্যবধানে দৌলতপুর খালিশপুর আরংঘাটা সহ আশপাশ এলাকার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অপারেশন চালিয়ে আমাদের আভিযানিক চৌকস দল আজকের দিন পর্যন্ত বিপুল পরিমাণে ফেনসিডিল গাজা এবং অন্যান্য মাদকদ্রব্য সহ বেশ কয়েকজন কারবারিকে ও আটক করে জেল হাজতে প্রেরণ করতে সক্ষম হয়েছি।
এবং আগামীতে খুলনাকে মাদকমুক্ত খুলনা গড়ে তুলতে যা যা করণীয় সব ধরনের ব্যবস্থার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সক্রিয় অবস্থানে থেকে আরো কঠোর অভিযান চালিয়ে খুলনাকে মাদকের জিরো টলারেন্স করতে বদ্ধপরিকর আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *