নাজমুল হোসাইন নেশাদ। গুলশান প্রতিনিধি।
রাজধানীর বঙ্গ ইসলামিয়া মার্কেটে আগুন লেগেছে। শনিবার সকাল ৮টা ৫মিনিটের দিকে আগুনের খবর পেয়ে তা নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
বঙ্গ ইসলামিয়া মার্কেটে আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টা ৬মিনিটে প্রথম ইউনিট এবং পরে একে একে আরও ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বলে এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে ফায়ার সার্ভিস।