বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ:
সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের পাঁচটি সিটি কর্পোরেশন ও পাঁচটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিতর লক্ষে আজ রোববার( ৯ এপ্রিল) সকালে নির্বাচনের অংশ হিসেবে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করেন আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন দলের উপর দপ্তর সম্পাদক সায়েম খান।
দেশের পাঁচটি সিটি কর্পোরেশনের মধ্য খুলনা ও বরিশাল ১২ ই জুন এবং ২৫ মে গাজীপুর তাছাড়া ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনে নির্বাচন এর ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কার্যক্রমের প্রথম অংশ হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর পক্ষে আজ রোববার সকালে আওয়াম লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এবং সংগৃহীত ফরম আজ বিকালেই খুলনায় পাঠানো হয়েছে।
এবং সোমবার অথবা মঙ্গলবার এর মধ্যো ফরম জমা দেওয়া হবে।
তাছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের ফরম সংগ্রহ করার তথ্যও পাওয়া গেছে।