মোঃ নূরুল ইসলাম,
দৌলতপুর,মানিকগঞ্জ প্রতিনিধি:
গত শুক্রবার ৭ এপ্রিল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নের বড় শ্যামপুর গ্রামের এক পাষণ্ড চাচা বিএনপি নেতা মির্জা বাদলের বিরুদ্ধে তার আপন ভাতিজি ও তার বুদ্ধি প্রতিবন্ধী বড় ভাই লিপ্টন মিয়াকে বেদম মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার ভাতিজি নুসরাত সুলতানা লিমা ও তার বুদ্ধি প্রতিবন্ধী পিতা লিপ্টন মিয়া দৌলতপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সরেজমিনে উপজেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক বিএনপি নেতা পাষণ্ড চাচা মির্জা বাদলের মারধরে আহত অবস্থায় হাসপাতালের বিছানায় ব্যাথায় চিৎকার করছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, চাচা মির্জা বাদল বুদ্ধি প্রতিবন্ধী বড় ভাইকে না জানিয়ে তার সম্পত্তি জাল দলিল করে নিয়েছেন। বুদ্ধি প্রতিবন্ধী বড় ভাই এর প্রতিবাদ করায় তার উপর চড়াও হয় ও মারধর শুরু করে বাবার উপর মারধর ফেরাতে মেয়ে নুসরাত সুলতানা লিমা এগিয়ে এলে তাকেও বেদম মারপিট করে আহত করে।
মারধরের শিকার ভাতিজী নুসরাত সুলতানা লিমা জানান, জাল দলিলের ব্যাপারে বাবা প্রতিবাদ করায় বাবার উপর মারধর শুরু করে আমি ফেরাতে গেলে আমাকেও বেদম মারপিট করে আহত করে।
এব্যাপারে বুদ্ধি প্রতিবন্ধী লিপ্টন মিয়ার মেয়ে নুসরাত সুলতানা লিমা বাদী হয়ে দৌলতপুর থানার অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার ব্যাপারে চাচা মির্জা বাদলের মোবাইলে ফোন করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা বলেন, ভাতিজি নুসরাত সুলতানা লিমা বাদি হয়ে চাচা মির্জা বাদলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।