আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রমজানের রোজা ও ঈদ উপলক্ষে অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ালেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। রবিবার (০৯ এপ্রিল) দুপুরে ব্যক্তিগত তহবিল থেকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের দরিদ্র মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন। এসময় আ.লীগ নেতা মজনু বলেন,দুঃসময়ে সরকারের পাশাপাশি সামর্থ্যেবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।
জনগণের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আমাদের নেত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই পবিত্র রমজান মাসে ভোগ বিলাসের জন্য ইফতার মাহফিল করতে নিষেধ করেছেন। বরং সেই অর্থ দিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। আর এই নির্দেশ বাস্তবায়নের জন্য নিজ নিজ এলাকায় গরীব -দুঃখী অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রইচ উদ্দিন, সদস্য হাফিজুর রহমান, বিশালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহেদুর রহমান,সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।