মোঃ আসিফ মল্লিক পিরোজপুর জেলা প্রতিনিধি
জমাজমি আত্বসাতের উদ্দেশ্যে মামা শশুর নিজেই তার হাতে পায়ে দাহ্য কেমিকেল লাগিয়ে ভাগ্নি জামাইয়ের বিরুদ্ধে মিথ্যা এসিডের মামলা।
কুচক্রকারী ও লোভী মামা শ্বশুর আব্দুর রাজ্জাক হাওলাদার, পিতা মৃত সৈয়দ আলী হাওলাদার।গ্রাম মাটিভাংগা ৯ নং ওয়ার্ড ৭ নং গৌরীপুর ইউনিয় ভান্ডারিয়া পিরোজপুর।ভাগিনী জামাই জাহাঙ্গীর আলম,পিতা মৃত নিজামুল হক,তার পৈত্রিক বাড়ী মুন্সিগঞ্জ।তিনি একজন ব্যবসায়ী করোনায় ব্যবসা মোন্দার কারনে ঢাকা থেকে এসে শশুর বাড়ির এলাকায় বসবাস করার জন্য কিছু জমা জমি কিনে বাড়ি নির্মাণ করতেছিলেন এবং কিছু জায়গা শশুরের কাছ থেকে ক্রয় করেছেন যাহা শশুর ও মামাশ্বশুরের জমির মধ্যে অবস্থান উক্ত জমি চাইতে গেলে শশুর ও বুঝিয়ে দেননা, এবং মামাশ্বশুর ও দখল ছারেন না বিষয়টি সমাধানের জন্য এলাকার মেম্বার গণ্যমান্য ব্যক্তিদের জানালেও নিজেরা নিজেদের মধ্যে আত্মীয়-স্বজন আমরা কি করব,নিজেরাই সমাধান করে নিয়েন।
এই জমিটি কোথায় কার অংশে আছে তাহা নির্ধারণ করার জন্য জামাই আমিন ধারা মাপাইতে চাইলে ইহাতে মামাশ্বশুর আব্দুর রাজ্জাক জামাই এর প্রতি চরমভাবে ক্ষিপ্ত হয় এবং অকথ্য ভাষায় গালা গালি করেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন এবং তার ছেলে রাসেল জামাইকে টুকরো টুকরো করে বস্তায় ভরে দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। এ সময় ওখানে উপস্থিত ছিলেন খালা শাশুড়ি খালাতো শালা শালি ও খালাতো ভায়রা কারন তাদের ও ওখানে নানা বাড়ির ওয়ারিশ, সম্পত্তি রহিয়াছেন তাদের সাথে ও মামাশ্বশুর আব্দুর রাজ্জাক ও তার ছেলে রাসেল মিলে দুর্ব্যবহার করে ও অকথ্য ভাষায় গালাগালি করে এবং এ বলে হুমকি দিয়েছেন তোদের সাহস কি করে জমির কাছে আহোশ আর জমি নিছ তাহা দেখাইয়া দিমু।বিষয়টি এলাকায় জানাজানি হইলে আব্দুর রাজ্জাক রাগের গোস্বায় ক্ষিপ্ত হয়ে গত ১১/৩/২০২৩ ইং তারিখে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নিজেই তার হাত পায়ে কিছু দাহ্য কেমিক্যাল লাগিয়ে ভাগ্নি জামাই ও এক ভাগ্নির বিরুদ্ধে মিথ্যা এসিডের মামলা করেন,। এ সুযোগে ভয়ভিত্তি দেখিয়ে জমা জমি আত্মসাৎ সহ জান মালের ক্ষয় ক্ষতির চেষ্টা করিতেছেন।
এমত অবস্থায় এলাকাবাসীর সাহায্য সহযোগিতার ও প্রশাসনের হস্তক্ষেপ একান্তভাবে কামনা করেন।