মাধবপুরে চা শ্রমিক গৌড় সামাজিক সন্মেলন অনুষ্টিত

সাব্বির আকাশ মাধবপুর :

মাধবপুর উপজেলার সুরমা চা বাগান সদর নাচ ঘরে রবিবার দিনব্যাপী চা শ্রমিক গৌড় সম্প্রদায়ের সামাজিক সন্মেলন অনুষ্টিত হয় । চা শ্রমিকের গৌড় সম্প্রদায়কে আদিবাসীর তালিকাভুক্ত করার দাবী জানানো হয় । এতে সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন চা বাগানের গৌড় সম্প্রদায়ের চা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


২১তম বার্ষিক এ সন্মেলন উপলক্ষে কাল চরণ গৌড়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয় । এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুরমা চা বাগান ব্যাবস্থাপক বাবুল কুমার সরকার , লস্করপুর ভ্যালি সভাপতি রবীন্দ্র গৌড়, সাংবাদিক শংকর পাল সুমন, মৌলবীবাজার চা জনগোষ্টী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক, সেক্রেটারী মিনাজ বেসরা মহেশ মৃত্তিকা চা বাগানের দোলন গৌড় জয়লাল , নীলা গৌড় , হরিলাল গৌড় , সম্ভু গৌড়, অমিত পাইনিকা প্রমুখ । গৌড় সম্প্রদায়ের নেতৃবৃন্দরা বলেন চা শ্রমিকদেও মাঝে সম্প্রতি পদ পদবী পরিবর্তনের প্রবনতা বৃদ্ধি পেয়েছে যেমন ভূমিজরা অনেকে লিখছেন ভৌমিজ, পানরা লিখছেন পাল তা পরিহার করে নিজেদের সংস্কৃতি ধরে রাখার আহবান জানান । তারা চা শ্রমিক গৌড় সম্প্রদায়কে আদিবাসীর তালিকাভূক্ত করার জন্য সরকারের কাছে দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *