মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা রিভারভিউ কনভেনশন হল রুমে সড়ক, নৌ-পথের যানযট নিরাসন, যাত্রী, যানবাহন দ্রুত পারাপার ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ,পুলিশ সুপার গোলাম আজাদ খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি নুরজাহান লাবনী, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল মারুফা নাজনিন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান, শিবালয় থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ্ নূর এ আলম প্রমুখ ।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছাতে সার্বক্ষণিক কাজ করে যাবো।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশকে তৎপর থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, লঞ্চ ও স্পীডবোর্ট মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস , বিআইডব্লিউটিএ, কর্মকর্তা বিআইডব্লিউটিসি কর্মকর্তাবৃন্দ, ঘাট মালিক কর্তৃপক্ষ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।