মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ ৬ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার (৯ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম।
আটককৃতরা হলো, মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকার মোঃ আরশেদের ছেলে মোঃ সালমান (১৯),মিতরা এলাকার মোঃ আমিজ উদ্দিনের ছেলে মোঃ রাজু (৩০), সিংগাইর উপজেলার আজিমপুর এলাকার মৃত আওলাদের ছেলে মোঃ কালাম (৩৬),নয়াডাঙ্গী এলাকার মৃত ছলিম বেপারীর ছেলে মোঃ কুদ্দুস বেপারী (৫৭), গোবিন্দল এলাকার রাজা মিয়ার ছেলে মোঃ হারুন (৫৫) এবং রায়দক্ষিন এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে মোঃ চান মিয়া (৩৭)।
ডিবির ইনচার্জ আবুল কালাম জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম বার স্যারের নির্দেশনায়, শনিবার (৮ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৬ মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৫ লক্ষ ৭০,০০০ টাকা মূল্যের ৫৭ গ্রাম হেরোইন।
তিনি আরো জানান, এরা এলাকার চিহ্নিত মাদক কারবারী ।এদের বিরুদ্ধে আদালতে ১৬টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি ও সিংগাইর থানায় পৃথক দুটি মামলা হবে।