আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়া শেরপুর ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (০৯ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে কুসুম্বী ইউনিয়নের দক্ষিণজামুর গ্রামে পুলিশ অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন বেলঘরিয়া গ্রামের জসীমউদ্দিন (৫০) দক্ষিণ জামুর গ্রামের ফেরদৌস আলম(৪৫)। শেরপুর থানার উপ-পরিদর্শক এসআই সাচ্চু বিশ্বাস এই তথ্য নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃতরা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
বেশকিছুদিন ধরে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে শেরপুর উপজেলা হয় সহ আশেপাশের উপজেলায় মাদক বিক্রি করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে তারা দক্ষিণজামুর অবস্থান নিয়ে মাদক বিক্রি করছে গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা ষ্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।