মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পারিবারিক কলহের জেরে আবু রায়হান (২৭) কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই রোমান মিয়া (২৪) এর বিরুদ্ধে ।
রবিবার (৯ই এপ্রিল) দিবাগত মধ্য রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
আবু রায়হান উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের শাহজাহান ফকিরের বড় ছেলে এবং ঘাতক রোমান মেজো ছেলে ।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বড় ভাই আবু রায়হান, মেজো ভাই রোমান ও ছোট ভাই জামাল রাতে একই ঘরে ঘুমিয়ে পড়ে। আবু রায়হান ও জামাল ঘুমিয়ে পড়লে রোমান সেই সুযোগে ধারালো চাকু দিয়ে বড় ভাই রায়হানকে গলা কেটে হত্যা করে।
রায়হানের ছটফট শব্দে ঘুম ভাঙে ছোট ভাই জামালের। এ সময় তার চিৎকারে পাশের ঘর থেকে তাদের বাবা শাহজাহান ফকির এগিয়ে আসলে ঘাতক রোমান দৌড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আবু রায়হানকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোঘণা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান জানান, হত্যার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।আবু রায়হানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রোমান মিয়া পলাতক রয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত রোমানকে ধরতে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।